সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেতুর সংযোগ সড়কে ভাঙন ঝুঁকি নিয়ে চলছে যান || Beheli Bazar

সুনামগঞ্জের জামালগঞ্জে রাজাপুর সেতুর সংযোগ সড়কটি ভেঙে গেছে। এই ভাঙা স্থান দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উপজেলার অন্তত ৪০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত করা হোক।


ভেঙে গেছে সেতুর সংযোগ সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সম্প্রতি জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের রাজাপুরে


জানা যায়, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেহেলী, বেহেলী-আলীপুর, মশালঘাট, তিলকই, ইসলামপুর, চণ্ডীপুরসহ অন্তত ৪০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এ সেতুর সংযোগ সড়ক ভেঙে বেহাল অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নজরদারি নেই বললেই চলে। সেতুর দক্ষিণ অংশে ভাঙন না থাকলেও ধীরে ধীরে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সাচনা বাজার-বেহেলী সড়কের রাজাপুর সেতুর বেহেলী সংযোগ সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। সেতু থেকে সড়কে নামার অংশ একেবারেই দেবে গেছে। যেকোনো সময় গাড়ি উল্টে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, গাড়ি চালাতে গিয়ে এই ভাঙা অংশে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছি। আমরা চাই দ্রুত সড়কটি মেরামত করার।’

বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আ. জব্বার বলেন, রাজাপুর সেতুর উত্তর অংশের সংযোগ সড়কটি ভেঙে গেছে। এতে যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটত পারে। দ্রুত সড়ক মেরামত প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে পথচারীরা।

বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, ‘সেতুর সংযোগ সড়কের দুই অংশ সংস্কারের ব্যাপারে আমি সাংসদকে বলেছি। তিনি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছেন। দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুর সংযোগ সড়ক ভাঙনের খবর শুনেছি। এটা খুব শিগগিরই সংস্কার করা হবে।’


মুল খবর


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Beheli Bazar: A Vibrant Hub in Sunamganj

Beheli Bazar: A Vibrant Hub in Sunamganj   Beheli Bazar, nestled in the heart of Sunamganj district, is a place where time seems to slow down. This bustling market town, with its vibrant colors, lively streets, and rich history, has captured the hearts of locals and visitors alike. Let's delve into the details of this fascinating locale.   Beheli Bazar has a storied past that dates back several decades. Originally established in 1993, it has grown from a small village market to a thriving commercial center. The name " Beheli " is believed to have originated from the local dialect, symbolizing unity and community spirit.   Situated at the confluence of several rural areas, Beheli Bazar serves as a vital link for approximately 40 villages. Residents from Tahirpur , Jamalgonj , Mosalghat , Tilok, Islampur , and Chandipur rely on this single road for their daily commute. Unfortunately, the road connecting Beheli Bazar to the Jamalgonj bridge has deteriorated, posing

Facebook-ফেসবুক

বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক সবচেয়ে বেশি  জনপ্রিয়।এই ফেইসবুক এখন সবার মুখেমুখে। শহর থেকে শুরু করে এর সীমাা গ্রাম পর্যন্ত বিস্তৃত